ক্রঃনং |
সেবার নাম |
সেবা প্রদানের সময়সীমা |
সেবা প্রদানের পদ্ধতি |
সেবা প্রদানের স্থান |
১ |
কৃষি/অকৃষি খাস জমি বন্দোবস্ত,পেরীফেরীভুক্ত হাট-বাজার একসনা বন্দোবস্ত ও প্রযোজ্য ক্ষেত্রে ভূমি সংক্রান্ত বিষয় |
সহকারী কমিশনার(ভূমি) হতে প্রাপ্তির পর ৩ দিনের মধ্যে। |
উপজেলা ভূমি অফিস হতে প্রস্তাব প্রাপ্তির পর উপজেলা নির্বাহী অফিস হতে প্রস্তাবটি সুপারিশসহকারে জেলা প্রশাসক মহোদয়ের কার্যালয়ে অগ্রবর্তী করা। |
সহকারী কমিশনার(ভূমি) এর কার্যালয়,উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয় ও ভূমি মন্ত্রণালয় । |
২ |
ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক বরাদ্দে হৃহীত প্রকল্প বাস্তবায়ন কার্যক্রম-যেমন টি.আর,কাবিখা,কাবিটা ও ত্রান সামগ্রী। |
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হতে প্রস্তাব প্রাপ্তির পর ২ দিনের মধ্যে। |
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার নিকট হতে প্রস্তাব প্রাপ্তির পর সভার সিদ্ধান্ত গ্রহন করতঃ জেলা প্রশাসক মহোদয়ের কার্যালয়ে প্রকল্প অনুমোদনের জন্য প্রেরণ |
প্রকল্প বাস্তবায়ন অফিস, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয় ও প্রযোজ্য ক্ষেত্রে উপজেলা হিসাব রক্ষন অফিস।। |
৩ |
এলজিইডি কর্তৃক গৃহীত ও বাস্তবায়িত প্রকল্প, ঠিকাদার/প্রকল্প সভাপতি কর্তৃক দাখিলকৃত বিল প্রদান। |
উপজেলা প্রকৌশলীর কার্যালয় হতে প্রস্তাব প্রাপ্তির পর ২ দিনের মধ্যে |
উপজেলা প্রকৌশলীর কার্যালয় হতে প্রস্তাব প্রাপ্তির পর বিল অনুমোদন, প্রয়োজনে প্রকল্পের কাজ সরেজমিন পরিদর্শন। |
উপজেলা প্রকৌশলীর কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও প্রযোজ্য ক্ষেত্রে উপজেলা হিসাব রক্ষন অফিস। |
৪ |
হাট-বাজার বাৎসরিক ইজারা প্রদান। |
প্রতি বাংলা সালের ১লা বৈশাখের আনুমানিক ২ মাস পূর্বে ইজারা কার্যক্রম গ্রহন করা হয়। |
হাট-বাজার ইজারার নীতিমালা অনুসারে দরপত্র বিজ্ঞপ্তির মাধ্যমে । |
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়। |
৫ |
জলমহাল ইজারা প্রদান |
প্রতি বাংলা সালের ১লা বৈশাখের আনুমানিক ২ মাস পূর্বে ইজারা কার্যক্রম গ্রহন করা হয়। |
জলমহাল ইজারার নীতিমালা অনুসারে দরপত্র বিজ্ঞপ্তির মাধ্যমে । |
উপজেলা নির্বাহী অফিসারে কার্যালয়,সহকারীকমিশনার(ভূমি) এর কার্যালয় ও উপজেলা সমবায় অফিস । |
৬ |
সভাপতি হিসাবে দায়িত্ব পালনকারী বে-সরকারী কলেজ, হাই স্কুল, মাদ্রাসার বেতন বিল প্রদান ও শিক্ষা প্রতিষ্ঠান সমূহের বিবিধ প্রশাসনিক কার্যাবলী। |
মিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক বেতন বিল প্রাপ্তির ২ দিনের মধ্যে এবং যে কোন প্রশাসনিক কাজের প্রস্তাব প্রাপ্তির ৭ দিনের মধ্যে। |
প্রতিষ্ঠান প্রধান কর্তৃক বিল/ প্রস্তাব দাখিলের পর। |
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় । |
|
||||
৭ |
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান,সদস্য,সদস্যাদের সরকারী অংশের সম্মানী ভাতা প্রদান এবং ইউসিচিব ও গ্রাম পুলিশদের বেতন-ভাতা প্রদান |
সরকারী বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে মাস শেষ হওয়ার পর ৭ দিনের মধ্যে। |
সরকারী বরাদ্দ প্রাপ্তির পর সংশ্লিষ্ট ব্যাংকের মাধ্যমে কালেকশন করে চেকের মাধ্যমে প্রয়োজনীয় অর্থ উত্তোলন করে এ্যাকুইটেন্সে স্বাক্ষরান্তে সম্মানী/বেতন প্রদান করা হয়। |
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় । |
৮ |
সার্টিফিকেট আদালত পরিচালনা। |
নীতিমালা অনুযায়ী |
নীতিমালা অনুযায়ী। |
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় |
৯ |
ভ্রাম্যমান আদারত পরিচালনা |
নীতিমালা অনুযায়ী |
নীতিমালা অনুযায়ী। |
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় |
১০ |
সার ব্যবস্থাপনা মনিটরিং |
নিয়মিত কার্যক্রম |
নিয়মিত কার্যক্রম |
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও উপজেলা কৃষি অফিসারের কার্যালয়। |
১১ |
জন্ম নিবন্ধন |
নীতিমালা অনুযায়ী |
নীতিমালা অনুযায়ী। |
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও সকল ইউপি কার্যালয়। |
১২ |
স্যানিটেশন কার্যক্রম |
নীতিমালা অনুযায়ী |
নীতিমালা অনুযায়ী। |
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলীর কার্যালয় ও সকল ইউপি কার্যালয়। |
১৩ |
উন্নয়নমূলক প্রকল্পসমূহ পরিদর্শন |
প্রকল্প চলাকালীন |
প্রকল্প চলাকালীন |
উপজেলা নির্বাহী অফিসার,উপজেলা প্রকৌশলী,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। |
১৪ |
প্রশাসনিক তদন্ত কার্যক্রম |
উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্ধারিত সময় |
উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্ধারিত সময় মোতাবেক |
উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার(ভূমি)। |
১৫ |
শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন |
প্রতি মাসে |
প্রতিমাসে |
উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার(ভূমি)। |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS