Wellcome to National Portal

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নেত্রকোণা জেলার ১৫৭ নেত্রকোণা-১ (দুর্গাপুর-কলমাকান্দা), ১৫৮ নেত্রকোণা-২ (সদর-বারহাট্টা), ১৫৯ নেত্রকোণা-৩ (আটপাড়া-কেন্দুয়া), ১৬০ নেত্রকণা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) এবং ১৬১ নেত্রকোণা-৫ (পূর্বধলা) নির্বাচনী এলাকায় আগামী ০৭ জানুয়ারি, ২০২৪ তারিখ রবিবার সকাল ০৮.০০ ঘটিকা থেকে বিকাল ০৪.০০ ঘটিকা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ  করা হবে। (জেলা প্রশাসক, নেত্রকোণা ও রিটার্নিং অফিসার, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন)

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

প্রশিক্ষণ

যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক পরিচালিত প্রশিক্ষণঃ

প্রশিক্ষণের নাম

প্রশিক্ষণের সময়কাল

যোগাযোগ

(ক) ভ্রাম্যমান প্রশিক্ষণ(অপ্রাতিষ্ঠানিক)

০৭ দিন/১৫ দিন/৩০দিন মেয়াদী

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়, বারহাট্টা

(খ) প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ

প্রশিক্ষণের বিষয়সমূহঃ

(১)পোষাক তৈরী(০২) মৎস্যচাষ (০৩) হাঁস-মুরগী পালন (০৪) গবাদি পশুপালন (০৫) ছাগল পালন ও প্রাথমিক চিকিৎসা(০৬) কম্পিউটার (০৭) ইলেকট্রিক এন্ড হাউজ ওয়ারিং (০৮) ইলেকট্রিক এন্ড রেফ্রিজারেশন (০৯) শাক-সবজি চাষ (১০) নার্সারী এবং স্থানীয় চাহিদার ভিত্তিতে।

 

০১মাস/০৩মাস/০৪মাস/০৬মাস মেয়াদী

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়, বারহাট্টা