Wellcome to National Portal

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নেত্রকোণা জেলার ১৫৭ নেত্রকোণা-১ (দুর্গাপুর-কলমাকান্দা), ১৫৮ নেত্রকোণা-২ (সদর-বারহাট্টা), ১৫৯ নেত্রকোণা-৩ (আটপাড়া-কেন্দুয়া), ১৬০ নেত্রকণা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) এবং ১৬১ নেত্রকোণা-৫ (পূর্বধলা) নির্বাচনী এলাকায় আগামী ০৭ জানুয়ারি, ২০২৪ তারিখ রবিবার সকাল ০৮.০০ ঘটিকা থেকে বিকাল ০৪.০০ ঘটিকা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ  করা হবে। (জেলা প্রশাসক, নেত্রকোণা ও রিটার্নিং অফিসার, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন)

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বিখ্যাত ব্যক্তি

***কবি নির্মলেন্দু গুন   

জন্ম : ৭ আষাঢ় ১৩৫২,  ২১ জুন ১৯৪৫

জন্মস্থান : গ্রাম- কাশবন, উপজেলা- বারহাট্টা

জেলা - নেত্রকোণা।

শিক্ষাগত যোগ্যতা : স্নাতক

প্রকাশিত গ্রন্থসংখ্যা : ৯০টি

প্রথম প্রকাশিত গ্রন্থ : ‘প্রেমাংশুর রক্ত চাই’  কবিতা (১৯৭০)

উল্লেখযোগ্য গ্রন্থাবলী : বাক্যসমগ্র (১-৩), পদ্যসমগ্র (১-৩), নির্বাচিতা, কিশোরসমগ্র,১০০ রাজনৈতিক কবিতা ইত্যাদি ।

আত্নজীবনী : আমার ছেলেবেলা, আমার কন্ঠস্বর ও আত্নকথা ১৯৭১ ।

ভ্রমন : ভারত, সোভিয়েত ইউনিয়ন, ভিয়েতনাম, কাম্পুচিয়া, নেপাল, আমেরিকা. ইংল্যান্ড, অষ্ট্রেলিয়া, জাপান ও ফ্রান্স ।

পুরস্কার : বাংলা একাডেমী ও একুশে পদকসহ উল্লেখযোগ্য বেশ কয়েকটি পুরস্কার ।

 

***প্রফেসর মোঃ ইন্নাস আলী

তিনি নেত্রকোণা জেলার বারহাট্টা উপজেলায় ১৯১৬ইং সনে জন্ম গ্রহন করেন। ১৯৪০ইং সনে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে পরমাণু বিভাগে পদার্থ বিদ্যায় প্রথম শ্রেণীতে প্রথম স্থান লাভ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে আকাশের মধ্য ও উচ্চ তরঙ্গ বিষয়ে গবেষণা করেন।  আণুবিক পদার্থ বিদ্যায়ও তিনি ডিগ্রী লাভ করেন।