Wellcome to National Portal

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নেত্রকোণা জেলার ১৫৭ নেত্রকোণা-১ (দুর্গাপুর-কলমাকান্দা), ১৫৮ নেত্রকোণা-২ (সদর-বারহাট্টা), ১৫৯ নেত্রকোণা-৩ (আটপাড়া-কেন্দুয়া), ১৬০ নেত্রকণা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) এবং ১৬১ নেত্রকোণা-৫ (পূর্বধলা) নির্বাচনী এলাকায় আগামী ০৭ জানুয়ারি, ২০২৪ তারিখ রবিবার সকাল ০৮.০০ ঘটিকা থেকে বিকাল ০৪.০০ ঘটিকা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ  করা হবে। (জেলা প্রশাসক, নেত্রকোণা ও রিটার্নিং অফিসার, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন)

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এনজিও

উপজেলায় কর্মরত এনজিও প্রতিষ্ঠানের তালিকাঃ-

০১.

স্বাবলম্বী উন্নয়ন সমিতি,  বারহাট্টা, নেত্রকোণা  ।

০২.

পরিত্যক্তা লাঞ্চিতার শক্তি(পলাশ), বারহাট্টা, নেত্রকোণা  ।

৩.

 ব্রাক ওয়াশ কর্মসূচী, বারহাট্টা, নেত্রকোণা  ।

 ব্রাক বিডিপি, বারহাট্টা, নেত্রকোণা  ।

ব্রাক শিক্ষা কর্মসূচী, বারহাট্টা, নেত্রকোণা  ।

ব্রাক স্বাস্থ্য কর্মসূচী, বারহাট্টা, নেত্রকোণা  ।

পারি ডেভেলপমেন্ট ট্রাস্ট, বারহাট্টা, নেত্রকোণা  ।

 আশা আঞ্চলিক কার্যালয়, বারহাট্টা, নেত্রকোণা  

ডেমিয়েন ফাউন্ডেশন, বারহাট্টা, নেত্রকোণা ।

১০

বাংলাদেশ নারী প্রগতি সংঘ, বারহাট্টা, নেত্রকোণা ।

১১

 পপি, বারহাট্টা, নেত্রকোণা ।

১২

 ব্যুরো বাংলাদেশ,আসমা, বারহাট্টা, নেত্রকোণা ।

১৩

সোসাইটি ফর রিচার্স এন্ড ডেভেলপমেন্ট(সার্ড),

বারহাট্টা, নেত্রকোণা  ।

১৪

 বি,আই,ডি,পি বারহাট্টা, নেত্রকোণা  ।

১৫

 ডিএসকে, বারহাট্টা নেত্রকোণা  ।

১৬

দারিদ্র নিরসন কর্মসূচী(পি. ই. পি), বারহাট্টা ,নেত্রকোণা।

            ১৭এইচআইভি/এইডস এন্ড এসটিডি এয়ালায়েন্স বাংলাদেশ (হাসাব),বারহাট্টা এল এল পি।