Wellcome to National Portal

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নেত্রকোণা জেলার ১৫৭ নেত্রকোণা-১ (দুর্গাপুর-কলমাকান্দা), ১৫৮ নেত্রকোণা-২ (সদর-বারহাট্টা), ১৫৯ নেত্রকোণা-৩ (আটপাড়া-কেন্দুয়া), ১৬০ নেত্রকণা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) এবং ১৬১ নেত্রকোণা-৫ (পূর্বধলা) নির্বাচনী এলাকায় আগামী ০৭ জানুয়ারি, ২০২৪ তারিখ রবিবার সকাল ০৮.০০ ঘটিকা থেকে বিকাল ০৪.০০ ঘটিকা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ  করা হবে। (জেলা প্রশাসক, নেত্রকোণা ও রিটার্নিং অফিসার, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন)

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

প্রাকৃতিক সম্পদ

নদী:

নদী বারহাট্টা উপজেলার উল্লেখযোগ্য নদী কংশ, বিষনাইল, ধনাইখালী, লারখালী, গোলামখালী রাঙ্গাধাইর, কাউনাই, গোরাউৎরা, ধালেশ্বরী প্রভৃতি। নদীগুলো কালে ভরাট হয়ে মরা নদী বা বিলুপ্ত নদীতে পরিণত হয়েছে। কাংশ নদীর গতিপথ পরিবর্তন করে গোলামখালী নদীর সঙ্গে একাকার হয়েগেছে।

বিল:

কালাভাগুয়া, সিংগুয়া, সাকরাবিল, পাবিয়া, হিলচিরা, রাঙ্গি, রৌহা, ধারাম, হরিয়াবিল, বিয়ার বন্ধবিল, চাটিগাওবিল, কলমধরের ডোবা, হাতিয়া বিল, রূপসা, চিতলের ডোব, চল্লিশকাহনীয়া উল্লেখযোগ্য।

ভূমি:

বারহাট্টা অঞ্চলের ভূমি দো’আশ ও বেলে দো’আশ মাটির দ্বারা ঘটিত। নদী, বিল ও জলাভুমি পূর্ণ বারহাট্টা হাওর ও পাহাড়, এ দু’ অঞ্চলের মাঝামাঝি অবস্থান। সে কারনেই কখনো অতিবৃষ্টি কখনো জলমগ্ন থাকে। জলমগ্নতার অন্যতম কারন পাহাড়িয়া নদীগুলো অধিকাংশই বারহাট্টার উপর দিয়ে প্রবাহিত । প্রায় নদীই ভরাট।