Wellcome to National Portal

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নেত্রকোণা জেলার ১৫৭ নেত্রকোণা-১ (দুর্গাপুর-কলমাকান্দা), ১৫৮ নেত্রকোণা-২ (সদর-বারহাট্টা), ১৫৯ নেত্রকোণা-৩ (আটপাড়া-কেন্দুয়া), ১৬০ নেত্রকণা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) এবং ১৬১ নেত্রকোণা-৫ (পূর্বধলা) নির্বাচনী এলাকায় আগামী ০৭ জানুয়ারি, ২০২৪ তারিখ রবিবার সকাল ০৮.০০ ঘটিকা থেকে বিকাল ০৪.০০ ঘটিকা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ  করা হবে। (জেলা প্রশাসক, নেত্রকোণা ও রিটার্নিং অফিসার, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন)

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
আউট সোর্সিং পদ্ধতিতে জনবল সরবরাহকারী প্রতিষ্ঠানের সেবা ক্রয় সংক্রাত্ম বিজ্ঞপ্তি।
বিস্তারিত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়

বারহাট্টা, নেত্রকোণা।

 

স্মারক নং- ০৫.৩০.৭২০৯.০০০.১৯.০২৩.১৩- ৮৯৪                                                      তারিখঃ ২৬ নভেম্বর, ২০১৩ ।

 

বিষয়ঃ আউট সোর্সিং পদ্ধতিতে জনবল সরবরাহকারী প্রতিষ্ঠানের সেবা ক্রয় সংক্রামত্ম বিজ্ঞপ্তি।

 

         তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) কর্তৃক বাসত্মবায়নাধীন National ICT Infra-Network for Bangladesh Government Phase-II(Info-Sarker) শীর্ষক প্রকল্পে টেকনিশিয়ান পদে সাকুল্য বেতনে প্রকল্পের মেয়াদকালে এ উপজেলায় কাজ করার লক্ষ্যে  আউট সোর্সিং পদ্ধতিতে জনবল-সেবা গ্রহণের নিমিত্ত আগ্রহী সরবরাহকারী প্রতিষ্ঠানের নিকট থেকে কোটেশন আহবান করা যাচ্ছেঃ

 

ক্রমিক নং

পদের নাম ও পদসংখ্যা

সাকুল্য বেতন

শিক্ষাগত যোগ্যতা

পদের নামঃ  টেকনিশয়ান

 

পদের সংখ্যাঃ ০১

 গ্রেড-১৩ অনুযায়ী

(৯,৮০০ টাকা/মাস) এবং

মূল বেতনের সমপরিমাণ উৎসব ভাতা।

  1.                            সাধারণ প্রার্থীর জন্যঃ

 

             ক. এইচ, এস, সি বা সমমান এবং

               খ. কোন স্বীকৃত পলিটেকনিক হতে কম্পিউটার   

        সাইন্স/ইলেকট্রনিক্স/টেলিকমিউনিকেশন এ ডিপেস্নামা।

 

  1.                        অগ্রাধিকার প্রাপ্ত প্রার্থীগণের জন্যঃ

 

ক. নূন্যতম ছয় মাসের অভিজ্ঞতা সম্পন্ন UISC

    উদ্যোক্তা যাদের এইচ, এস, সি বা সমমানের ডিগ্রি   

    রয়েছে এবং

 

খ. প্রতি মাসে ন্যূনতম আয় পাঁচ হাজার(৫,০০০)টাকা।

 

 

 

আগ্রহী প্রতিষ্ঠানসমূহকে নিমণবর্ণিত ছক মোতাবেক কোটেশন দাখিল করতে হবেঃ

 

ক্রঃ নং

বিষয়

প্রদত্ত তথ্য/ প্রসত্মাব

১.

প্রতিষ্ঠানের নামঃ

 

২.

প্রতিষ্ঠানের ঠিকানাঃ

 

৩.

ব্যবসার ধরণঃ

 

৪.

ট্রেড লাইসেন্স নং(সত্যায়িত ছায়ালিপি সংযুক্ত করতে হবে)

 

৫.

ট্রেড লাইসেন্সের সর্বশেষ নবায়নঃ

 

৬.

চাহিত কমিশনঃ

 

 

শর্তাবলীঃ

১।       যোগ্য বিবেচিত সর্বনিমণ দর প্রদানকারী প্রতিষ্ঠানকে প্রকল্প কর্তৃপক্ষের  অনুমোদন সাপেক্ষে কার্যাদেশ প্রদান করা হবে।

          একাধিক যোগ্য প্রতিষ্ঠান সর্বনিমণদর প্রদান করলে, লটারীর মাধ্যমে প্রতিষ্ঠান নির্বাচন করা হবে।

 

২।       নির্বাচিত প্রতিষ্ঠানকে একটি পদের বিপরীতে চার জন প্রার্থীর জীবন বৃত্তামত্ম, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও নাগরিকত্বের  

          সনদের সত্যায়িত কপি এবং ৩ (তিন) কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি দাখিল করতে হবে। সাধারণতঃ তন্মধ্য হতে যোগ্য    

          প্রার্থী নির্বাচন করা হবে। 

                                                                                                                              ( চলমান পাতা-২)

                                                             

 

পাতা-২

 

৩।       সরবরাহকৃত জনবল সংশিস্নষ্ট কাজে পারদর্শী  কি-না  তা কমিটি কর্তৃক পরীক্ষিত  হবে, অতঃপর যথাযথ কর্তৃপক্ষের  অনুমোদন সাপেক্ষে  কার্যাদেশ প্রদান করা হবে।

 

৪।       নির্বাচিত জনবল সরবরাহকারী প্রতিষ্ঠানের সাথে চুক্তি সম্পাদিত হবে। একেত্রে  কোন ব্যক্তির নামে নিয়োগপত্র ইস্যু করা হবে

     না।  বেতনের অর্থ আউটসো©র্র্সং-এর মাধ্যমে নিয়োগকৃত ব্যক্তির ব্যাংক হিসাবে জমা হবে। কমিশনের অর্থ  র্পৃথকভাবে

     সরবরাহকারী  প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে জমা হবে

 

৫।       আউট সোর্সিং পদ্ধতিতে কর্মচারী সরবরাহে নির্বাচিত প্রতিষ্ঠানকে ৩০০( তিনশত)টাকা মূল্যের নন-জুডিশিয়াল স্ট্যাম্প

           চুক্তিপত্র সম্পাদন করতে হবে ।

 

৬।       দায়িত্ব পালনকারী সরবরাহকৃত জনবলের  কোন রকম অদÿতা পরিদর্শিত হলে  সরবরাহকারী প্রতিষ্ঠান উক্ত প্রতিষ্ঠান   

          জনবলকে প্রতিস্থ্পন করতে বাধ্য থাকবে।

 

৭।       নিয়োজিত কর্মচারীগণ প্রয়োজনে ছুটির দিনে বা স্বাভাবিক অফিস সময়ের অতিরিক্ত সময়ে সংশিস্নষ্ট পদের দায়িত্ক পালনে

           বাধ্য থাকবেন।

 

৮।       আউট সোর্সিং পদ্ধতিতে নিয়োজিত কোন কর্মচারীর অদÿতা বা অবহেলার কারণে প্রকল্পের সম্পত্তির কোন ÿতি হলে জনবল  

          সরবরাহকারী প্রতিষ্ঠান দায়ী হবে।

 

৯।       জনবল সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে সম্পাদিত চুক্তি কর্তৃপÿ ০১(এক) মাসের নোটিশ  দিয়ে বাতিল করতে পারবে।

 

১০।     আউট সোর্সিং-এর মাধ্যমে সেবা গ্রহনের ÿÿত্রে  সরকার কর্তৃক সময়ে সময়ে জারীকৃত আইন, বিধিমালা, নির্দেশনা ইত্যাদি

          অনুসরনযোগ্য হবে।

 

১১।     কর্তপক্ষ্য যে কোন শর্তাবলী  পরিবর্তনের ক্ষমতা সংরক্ষন  করেন ।

 

১২।     যে কোন বা সকল কোটেশন  বাতিলের ÿতমা কর্তৃপÿ সংরÿণ করেন ।

 

আগ্রহী প্রতিষ্ঠানসমূহকে উপজেলা নির্বাহী কর্মকর্তা, বারহাট্টা, নেত্রকোণা বরাবরে নিজ প্যাডে  ১৫ ডিসেম্বর, ২০১৩ তারিখ বিকাল

৫-০০  ঘটিকার মধ্যে কোটেশন দাখিল করতে হবে।      

 

 

 

(ফরিদ আহ্মদ)

উপজেলা নির্বাহী অফিসার

বারহাট্টা , নেত্রকোনা

ফোন নং- ০৯৫২৩৫৬০০১

unobarhatta@yahoo.com

ডাউনলোড