বিস্তারিত
নেত্রকোনার বারহাট্টা উপজেলা সদর থেকে পাকা সড়ক ধরে দুই কিলোমিটার দক্ষিণে এগুলেই একটি স্বাগত স্তম্ভে চোখে পড়বে কবিতাটি। স্তম্ভের উপরের অংশে লেখা ‘স্বাগতম কাশবন’। কাশবনের প্রকৃত নাম ‘কাশতলা’। আর দশটি গ্রামের মতোই শান্ত, সুনিবিড়, ছায়া ঢাকা, পাখি ডাকা এক গ্রাম। জন্মের অধিকার নিয়ে, মাতৃবৎ ভালবেসে কবি নির্মলেন্দু গুণ তাঁর গ্রামের নামটি কিছুটা পাল্টে রেখেছেন ‘কাশবন’। তাই কাশতলার পরিচিতি এখন ‘কাশবন’ নামে। শুধু কবি নন, কবির গ্রামবাসীও এখন কাশবনের বাসিন্দা হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করেন। কবির কবিত্বকে অনেক সম্মান করেন তাঁরা।
কবি কাশবনে প্রতিষ্ঠা করেছেন বিদ্যানিকেতন, পাঠাগার, চিত্রশালা, সংগ্রহশালা, শহীদ বেদি, মঞ্চ, স্বাগত-স্তম্ভ, সরোবর, শানবাঁধানো ঘাট ....আরও অনেক কিছু!