নদী:
নদী বারহাট্টা উপজেলার উল্লেখযোগ্য নদী কংশ, বিষনাইল, ধনাইখালী, লারখালী, গোলামখালী রাঙ্গাধাইর, কাউনাই, গোরাউৎরা, ধালেশ্বরী প্রভৃতি। নদীগুলো কালে ভরাট হয়ে মরা নদী বা বিলুপ্ত নদীতে পরিণত হয়েছে। কাংশ নদীর গতিপথ পরিবর্তন করে গোলামখালী নদীর সঙ্গে একাকার হয়েগেছে।
বিল:
কালাভাগুয়া, সিংগুয়া, সাকরাবিল, পাবিয়া, হিলচিরা, রাঙ্গি, রৌহা, ধারাম, হরিয়াবিল, বিয়ার বন্ধবিল, চাটিগাওবিল, কলমধরের ডোবা, হাতিয়া বিল, রূপসা, চিতলের ডোব, চল্লিশকাহনীয়া উল্লেখযোগ্য।
ভূমি:
বারহাট্টা অঞ্চলের ভূমি দো’আশ ও বেলে দো’আশ মাটির দ্বারা ঘটিত। নদী, বিল ও জলাভুমি পূর্ণ বারহাট্টা হাওর ও পাহাড়, এ দু’ অঞ্চলের মাঝামাঝি অবস্থান। সে কারনেই কখনো অতিবৃষ্টি কখনো জলমগ্ন থাকে। জলমগ্নতার অন্যতম কারন পাহাড়িয়া নদীগুলো অধিকাংশই বারহাট্টার উপর দিয়ে প্রবাহিত । প্রায় নদীই ভরাট।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস