আগামী ০১.১১.২০১৭ খ্রিঃ তারিখ হতে বারহাট্টা উপজেলাধীন বারহাট্টা সি.কে.পি পাইলট উচ্চ বিদ্যালয়, বারহাট্টা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, বারহাট্টা ডিগ্রী কলেজ, বাউসী অর্দ্ধচন্দ্র উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, রুপগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় এবং বারহাট্টা এ কে খান দালিখ মাদ্রাসা পরীক্ষা কেন্দ্র ও ভেন্যুসমূহে ২০১৭ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা একযোগে অনুষ্ঠিত হবে। যেহেতু উক্ত পরীক্ষা কেন্দ্র ও ভেন্যুসমূহে আইন-শৃংখলা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং পরীক্ষাকেন্দ্রের পরীক্ষার্থী, পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে নিয়োজিত পরীক্ষক এবং পরিদর্শদের নিরাপত্তা বিধান করা অপরিহার্য সেহেতু পরীক্ষার দিনগুলোতে সকাল ৯.০০ ঘটিকা হতে বিকাল ৫.০০ ঘটিকা পর্যন্ত পরীক্ষাকেন্দ্র ও ভেন্যুসমূহের চারিপার্শ্বে ২০০ গজ ব্যসার্ধের মধ্যে ফৌজদারী কার্যবিধির ১৪৪ ধারার বিধানমতে পরীক্ষা পরিচালনা কর্তৃপক্ষ, পরীক্ষা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/ব্যক্তিবর্গ এবং পরীক্ষার্থী ব্যতীত পাঁচ বা ততোধিক ব্যক্তির সমাবেশ, শোভাযাত্রা, চলাফেরা, মাইকিং, লাঠিসোটা ও অস্ত্রশস্ত্র বহন এবং শান্তি-শৃংখলা ভঙ্গকারী কার্যকলাপ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস